Sunday 12 August 2018

ছড়া

ছড়াগুলো নানা পরিপ্রেক্ষিতে লেখা। অনেক সময় তা কোনো ছড়ার জবাবে।

গৌতম গঙ্গোপাধ্যায়

ম্যাজিক ল্যাম্প পত্রিকার এক বছরের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তা

জাদু প্রদীপ ঘষে দেখি গল্প নয়কোসত্যি।
আমার ঘরে এসেছে আজ আলাদিনের দত্যি!
দুই হাতেতে ভরা যে তার
ছড়া ছবি গল্প হাজার,
খাঁটি সোনামাণিক সে সবনয় ঝুটো একরত্তি।


এমএসসির বন্ধুদের হোয়াটস অ্যাপ গ্রুপে ভূতচতুর্দশী উপলক্ষে লেখা কবিতার প্রত্যুত্তরে

পেত্নি সাথে সেল্ফি তোলা খারাপ তো নয় ভাই
এমএসসি তে ছিলেন যাঁরা কাউকে যদি পাই।
না হয় যাবো গুগল খুজে তেপান্তরের মাঠে
মামদো শ্বশুর মানি যদি পেত্নি তেমন জোটে।

একপর্ণিকা ওয়েব পত্রিকায় সুস্মিতা কুণ্ডু এই ছড়াটা লিখেছিল।

আমি সুস্মিতার সঙ্গে কথা বলে কমেন্টে এই ছড়াটা পোস্ট করি।

ভূতগুলো সব গেল কোথায়?

রিয়াল ছেড়ে ভার্‌চুয়ালে 
এলো ভূতের দল,
ওঝার আপদ নেই সেখানে,
নেই মন্ত্রের বল।

সেথায় দেশি বিদেশি ভূত
করছে ঘেঁষাঘেঁষি,
ড্রাকুলা আর ব্রহ্মদত্যি
বসল পাশাপাশি।

ব্যানশী ভূতে নিশিরে কয়,
দেখা গলার জোর,
স্কন্ধকাটা জম্বি মিলে
খেলে গোলামচোর।

পেত্নি খোঁজে স্নো পাউডার
ব্লাডি মেরির কাছে,
ক্যাসপার আর একানড়ে
চড়তে গেল গাছে।

ডাকিনী কয় আমি উইচ,
যোগিনী কয় আমি,
বাবা ইয়াগা বলে এবার
থামাবি পাগলামি?

পত্রিকাতে ভূতের ভয়ে
পালায় এডিটর,
ওয়েব ছেড়ে গায়েব হল,
ফিরল নাকো আর।

ভূতেরা আমার পিছু ছাড়ছে না। দাদাগিরি অনুষ্ঠানে কেউ একজন কেমন করে ভূতের খোঁজ পাওয়া যায়, তা বর্ণনা করেছিলেন। ফেসবুকে সেই সম্পর্কে পড়ে এটা লেখা।

ভুত পেত্নী নেই বলে কি
শুনব নাকো গল্প?
ভয় পেতে তো ভালোইবাসি
কেউ বেশি কেউ অল্প।
কেশবতী রাজকন্যার
কুঁচবরণ চুল,
গল্প জানি, পড়তে তবু
হয়না কোনো ভুল।
উদরহীনের খিদে তেষ্টা,
কায়াহীনের মাথা,
নাক নেইকো, আছে শুধু
খোনাসুরের কথা।
গল্পে থাকুন ভুত পেত্নী
থাকুন দত্যি দানো,
সেসব কথা শুনতে মোদের
আপত্তি নেই কোনো।
রিসিভারে পড়েন ধরা,
ছায়া ফেলে লেজার,
এমন ভূতের গল্প শুনে
পাচ্ছে হাসি দেদার।
রাতের বেলার অন্ধকারে
তেনারা নেই জানি,
মনের ভিতর থেকেই হয়
ভূতপ্রেত আমদানি।
 

নতুন পৃথিবী

বাংলা ওয়েবজিন কল্পবিশ্ব তৃতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যা (জুলাই ২০১৮)-তে প্রকাশিত গল্প। লিঙ্কে ক্লিক করলে পাওয়া যাবে।

উত্তর মেরু কার আবিষ্কার

ছোটোদের ওয়েব পত্রিকা একপর্ণিকা জুলাই ২০১৮ সংখ্যাতে প্রকাশিত

উত্তর মেরু কার আবিষ্কার

গৌতম গঙ্গোপাধ্যায়