বিটি বেগুনঃ পক্ষে বিপক্ষে
২০১০ সালে লেখাটা প্রকাশের পরে এই ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটেছে।গবেষণাতেও অনেক অগ্রগতি হয়েছে। তাই এখন সম্ভবত লেখাটার মূল্য শুধুই সেই সময়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নিদর্শন হিসাবে। তবে নৈতিক বিচারের পরিবর্তন নিশ্চয় এখনো ঘটেনি। সমস্ত রকম গবেষণার ক্ষেত্রেই সেই মানদণ্ড একইরকম ।
No comments:
Post a Comment