Thursday, 2 April 2020

ছড়াঃ সময় গাড়ি


     সময় গাড়ি
     গৌতম গঙ্গোপাধ্যায়

ইতিহাসে গোল্লা পেয়ে বানিয়ে সময় গাড়ি
ক্লাস সেভেনের রুম্পি দিল অতীতকালে পাড়ি।
একজামিনের খাতা খুলে
মেলাবে আজ চক্ষু মেলে,
কোনটা সঠিক কোনটা বেঠিক দেখবে তাড়াতাড়ি

শশাঙ্ক কি ছিলেন নাকো হরপ্পারই রাজা?
আকবর কি দেননি তবে কণিষ্ককে সাজা?
কলম্বাস কি জাহাজ চড়ে
যাননি প্রথম বাঙ্গালোরে?
চন্দ্রগুপ্ত বানাননি কি বুলন্দ দরওয়াজা?

তক্ষশিলা ছিল না কি সিংহল রাজধানী?
ভিক্টোরিয়া নন কি সেই মিশর দেশের রাণী?
এসব কেটে দিদিমণি
শূন্য দিলেন কেন জানি,
রুম্পি ভাবে, নিজের চোখে দেখলে তবেই মানি।

সময় গাড়ির কাঁটাখানা করতে গিয়ে সেট
হাজারে আর মিলিয়নে গুলিয়ে গুবলেট।
দরজা খুলে যেই বেরোনো
ডাইনোসরের দাঁত খিঁচানো,
বাপরে বলে টাইম ডায়াল করল যে রিসেট। 

নিজের যুগে ফেরত গেল একটি লহমায়
মা ডাকল, রুম্পি সোনা, ব্যাগ গোছাবি আয়
থাক না ল্যাবে ঘাঁটাঘাঁটি,
পড়ে গেছে পুজোর ছুটি,
শনির রকেট ছাড়বে কাল সকালে পাঁচটায়।

প্রকাশঃ একপর্ণিকা, এপ্রিল ২০১৯, সামান্য পরিবর্তিত




No comments:

Post a Comment