্কল্পবিজ্ঞানের এই গল্পদুটো ম্যাজিক ল্যাম্প ওয়েব ম্যাগাজিনে বেরিয়েছিল, এই ব্লগে তাদের লিঙ্কদুটো তুলে দিলাম। এখানে একটা কথা বলে রাখা ভালো। প্রথমটা, অর্থাৎ জেনেটিক কোড জমা দেওয়ার পরে ম্যাজিক ল্যাম্পের কর্তৃপক্ষ বলেছিলেন গল্পটা অসমাপ্ত। আমার কিন্তু তা মনে হয়নি, ওঁরা আমার কথা মেনে গল্পটা নিয়েছিলেন। কিন্তু তারপরে ওঁদের যুক্তি আবার ভেবে দেখলাম -- মনে হল ঠিকই বলেছেন -- ছোটোদের গল্প হিসাবে জেনেটিক কোড অসমাপ্তই। তাই কাহিনিটাকে শেষ করার চেষ্টা করেছিলাম। ম্যাজিক ল্যাম্পকে ধন্যবাদ, তাঁরা পরের এই অপারেশন ফ্রিডম গল্পটাও নিয়েছিলেন এবং বিশেষ রূপকথা সংখ্যাতে অন্তর্ভুক্ত করেছিলেন। বিশেষ করে বলতেই হবে অদৃজা ঘোষ ও শ্রীময় দাশের অলঙ্করণের কথা -- গল্পদুটো কারো ভালো লাগলে তার পিছনে ছবিগুলোরও ভূমিকাও কম নয়।
গৌতম গঙ্গোপাধ্যায়
No comments:
Post a Comment