Thursday 22 June 2017

মেঘনাদ সাহা, নক্ষত্রের উপাদান ও আধুনিক জ্যোর্তিপদার্থবিদ্যা
























 ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি বঙ্গীয় বিজ্ঞান পরিষদে সাহা সমীকরণ ও আধুনিক জ্যোতির্পদার্থবিদ্যা বিষয়ে রমাতোষ সরকার স্মারক বক্তৃতা দিয়েছিলাম। সেই বক্তৃতাতেও সাহা সমীকরণ নিয়ে আরো কিছু তথ্য আছে। সাহা সমীকরণ সবচেয়ে বিখ্যাত কাজ হলেও মেঘনাদ সাহা্র বিজ্ঞান গবেষণা অনেক দিকে প্রসারিত ছিল। তার সংক্ষিপ্ত পরিচয় এই ব্লগের মেঘনাদ সাহার বিজ্ঞান গবেষণা প্রবন্ধে পাওয়া যাবে।































4 comments: