Wednesday 13 September 2017

গ্রন্থবীক্ষণঃ হিন্দুগণিত ও ভাস্করাচার্য






২০১৭ সালের সেপ্টেম্বর মাসে খবর পেলাম বাখশালি পুঁথির বয়স কার্বন ডেটিং করে নির্ণয় করা হয়েছে। পুঁথির সবচেয়ে পুরোনো পাতা খ্রিস্টিয় তৃতীয় বা চতুর্থ শতাব্দিতে লেখা হয়েছিল। ভারতে স্থান রক্ষক হিসাবে শূন্যের ব্যবহারের এটাই সবচেয়ে পুরানো দৃষ্টান্ত। তবে মূল লেখাতেও বলেছি, স্থান রক্ষক হিসাবে শূন্যের ব্যবহার সব প্রাচীন সভ্যতাই করত। ভারতের কৃতিত্ব শূন্যকে সংখ্যা হিসাবে চিহ্নিত করা -- সেটা অনেক পরের ঘটনা।উল্লেখযোগ্য বাখশালি পুঁথিতে শূন্য বোঝাতে বিন্দু ব্যবহার করা হয়েছিল, সেটাই বর্তমান '0'-তে রূপান্তরিত হয়েছে।

No comments:

Post a Comment